ফাগুন এসেছে সখি
বয়ে গীতি মাল্য
হৃদয় মন্দিরে,
অধরে অধর চেপে
কি যেন বলল
একটু হাস্য করে ।
মোর পুষ্পিত কাননে
শাড়ির আঁচল দোলে
তোমারই শিহরণে,
আগুলিয়া রাখ দেহ
মোর পরশ পেলে
মিলবে পরশনে ।
বাসর শয়নে পুলকিত মনে
মাধবিলতা বিছায়ে রয়
মোর প্রিয় বধূ,
কুসুম কোমল দেহখানা
মোরে দিল পরিচয়
আমি তোমার সেতু ।
নব যৌবন মোদের
আবেগিত করল
মিলনের বেশ ধরে,
ফাগুন এসেছে সখি
বয়ে গীতি মাল্য
হৃদয় মন্দিরে ।
তারিখ -২৪/০৩/২০০৭
স্থান -চন্ডিপুর, মণিরামপুর, যশোর-৭৪০০